নাহিদা বুকের সাথে বালিশটাকে আলিংগন করে উপুড় হয়ে জানালায় তাকিয়ে আছে

নাহিদা বুকের সাথে বালিশটাকে আলিংগন করে উপুড় হয়ে জানালায় তাকিয়ে আছে
নাহিদা বুকের সাথে বালিশটাকে আলিংগন করে উপুড় হয়ে জানালায় তাকিয়ে আছে, তার দৃষ্টি দিগন্তে এসে আটকে গেছে, দৃষ্টির সীমায় গুড়ি গুড়ি বৃষ্টিতে কার একটা ছাগল অবিরাম ভাবে কর্কশ সুরে ডেকে যাচ্ছে,সারা রাতে অবিরাম বর্ষনে আকাশটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে আছে, সকাল অবদি বৃষ্টির সে রেশ এখনো থামেনি। প্রকৃতির সংগে মানুষের মনের নিবিড় একটা সম্পর্ক আছে, আকাশে মেঘ জমলে মানুষের মনেও মেঘের সে প্রতিক্রিয়া দেখা যায়। একাকীত্ব সে প্রতিক্রিয়াকে আরো বেশি গতিশীল করে তোলে। রাতের ঠান্ডা আবহাওয়ায় নাহিদার ভাল ঘুম হলেও সকাল হতে তার মনে অতীতের কিছু স্মৃতি বার বার উকি মারছে। হঠাত বৃষ্টি বেড়ে যায়, তার ছোট্ট টিনের ঘরে বৃষ্টির রিমঝিম শব্ধ ও তীব্র আকার ধারন করে। বৃষ্টির ছন্দময় কলতানে নাহিদার জীবনের ছন্দপতনের ইতিবৃত্ত ভেসে উঠে, বালিশ্তাকে তার বুকের সাথে আরো বেশি করে জড়িয়ে নেয়, দুপাকে হাটু পর্যন্ত ভাজ করে একটু একটু নেড়ে নেড়ে কল্পনায় ডুব সাতার কাটতে থাকে/

SEE MORE


Author:

Facebook Comment